চির নিদ্রায় শায়িত সৈয়দ আবুল মকসুদ

প্রখ্যাত লেখক, কলামিস্ট, প্রাবন্ধিক, গবেষক ও সাংবাদিক  সৈয়দ আবুল মকসুদের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার কিছু আগে আজিমপুর কবরস্থানে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়। এ সময় তাঁর ছেলেসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সৈয়দ আবুল মকসুদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে কিছুক্ষণের জন্য বাবার শেষ দেখা পান তার মেয়ে। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

এ দিন বিকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এ সময় ফুলেল শ্রদ্ধায় সিক্ত করা হয় সৈয়দ আবুল মকসুদকে।  এর আগে জাতীয় প্রেস ক্লাবে সৈয়দ আবুল মকসুদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্কয়ার হাসপাতালে মারা যান সৈয়দ আবুল মকসুদ। ওইদিন রাত ১০টায় ধানমন্ডির মসজিদে তাকওয়ায় তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ রাজধানীর স্কয়ার হাসপাতালে রাখা হয়।

আরও পড়ুন:

সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত সৈয়দ আবুল মকসুদ

জাতীয় প্রেস ক্লাবে সৈয়দ আবুল মকসুদের দ্বিতীয় জানাজা সম্পন্ন

সৈয়দ আবুল মকসুদ আর নেই