জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে ইউল্যাব পরিবারের শোক

ইউল্যাবের সাবেক উপাচার্য, জাতীয় অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ, উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা, ট্রেজারার অধ্যাপক মিলান কুমার ভট্টাচার্য ও রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) ফয়জুল ইসলাম।

অধ্যাপক রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপক ও নজরুল গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক ছিলেন। ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা রফিকুল ইসলাম সেই সময়ের দুর্লভ আলোকচিত্রও ধারণ করছিলেন। তিনি অন্তত ৩০টি গ্রন্থের রচয়িতা।

২০১৮ সালে তিনি জাতীয় অধ্যাপক হন। শিক্ষা, সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক পেয়েছেন অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি ছিলেন। ২০০৪ সালে প্রতিষ্ঠাকালীন থেকেই তিনি ইউল্যাবের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন।