মুশতারী শফির মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বরেণ্য সাহিত্যিক, মুক্তিযোদ্ধা, নারীনেত্রী ও শহীদ জায়া বেগম মুশতারী শফী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (২০ ডিসেম্বর) রাতে এক শোক বার্তায় রাষ্ট্রপ্রধান প্রয়াতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 
 
এর আগে গতকাল বিকালে বেগম মুশতারী শফী ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানানো হয়, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় শ্বাসকষ্ট বেড়ে যায় তরা। ৩ ডিসেম্বর চট্টগ্রাম থেকে তাকে ঢাকায় এনে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ থাকার পর ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৪ ডিসেম্বর আইসিইউতে নেওয়া হয়।

তার লেখা গ্রন্থগুলো হলো ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী’, ‘চিঠি, জাহানারা ইমামকে’ এবং ‘স্বাধীনতা আমার রক্তঝরা দিন’। এছাড়াও তিনি প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনী, কিশোর গল্প, স্মৃতিচারণমূলক সাহিত্যে অবদান রেখেছেন। বেগম মুশতারী শফী ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। (খবর বাসস)