X
রবিবার, ১২ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন রবিবার

ঢাবি প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৩, ২০:৫০আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ২০:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠান আগামীকাল রবিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবর্তনে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ডক্টর অব ল’স’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধুকন্যা আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ আর্টিক্যাল ১০(১) অনুযায়ী এবং রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমতিক্রমে সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এই বিশেষ সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই, রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা এবং অতিথিরাসহ প্রায় ১৮ হাজার গণ্যমান্য ব্যক্তি অংশ নেবেন। অতিথিদের মধ্যে থাকবেন বঙ্গবন্ধু পরিবারের সম্মানিত সদস্যরা, মন্ত্রীরা ও সংসদ সদস্যরা, ঢাকায় বিদেশি দূতাবাস ও হাইকমিশনের রাষ্ট্রদূত/হাইকমিশনার/চার্জ দ্য অ্যাফেয়ার্স, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যরা, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং সুধীজন।

সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যরা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকাল ১০টায় কার্জন হল প্রাঙ্গণে উপস্থিত হয়ে সমাবর্তন শোভাযাত্রায় অংশ নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা জিমনেসিয়াম সংলগ্ন গেট দিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করবেন। তাদের জন্য সকাল ৮টায় গেট খোলা হবে এবং তারা সকাল ১০টার মধ্যে অবশ্যই সমাবর্তনস্থলে আসন গ্রহণ করবেন। 

অ্যালামনাই সদস্যরা, রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা এবং আমন্ত্রিত অতিথিরা সুইমিং পুল-সংলগ্ন গেট দিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করবেন। তাদের জন্য সকাল ৯টায় গেট খোলা হবে এবং সকাল ১০টার মধ্যে সমাবর্তনস্থলে আসন গ্রহণ করবেন।

সমাবর্তনের দিন ভিআইপি অতিথিদের গাড়ি কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ভবন (কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সায়েন্স এনেক্স ভবন) মাঠে ও মোকারকম ভবন চত্বরে (কেন্দ্রীয় খেলার মাঠের উত্তর পাশে) পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। এ ছাড়া অন্যান্য আমন্ত্রিত অতিথিদের গাড়ি সোহরাওয়ার্দী উদ্যান ও হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠে পার্কিং করতে হবে।

সমাবর্তনের দিন সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাহবাগ ক্রসিং থেকে দোয়েল চত্বর, হাইকোর্ট থেকে দোয়েল চত্বর, ঢাকা মেডিক্যাল কলেজ থেকে দোয়েল চত্বর, পলাশী থেকে দোয়েল চত্বর এবং নীলক্ষেত থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তায় গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র এবং জাতীয় পরিচয়পত্র/প্রতিষ্ঠান কর্তৃক আইডি/পাসপোর্ট সঙ্গে আনতে হবে। আমন্ত্রণপত্র হস্তান্তরযোগ্য নয়। সমাবর্তনস্থলে মোবাইল ফোন, হাতব্যাগ, ব্রিফকেস, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস, ছাতা ও পানির বোতল নিয়ে প্রবেশ করা যাবে না।

/এনএআর/
সম্পর্কিত
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ছেলেরা কেন পিছিয়ে তা জানতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর কাছে এসএসসি’র ফল হস্তান্তর
সর্বশেষ খবর
গণমাধ্যমকর্মী আইন: অংশীজনদের মতামত নেওয়া শুরু
গণমাধ্যমকর্মী আইন: অংশীজনদের মতামত নেওয়া শুরু
সুবর্ণচরে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদ, ফল স্থগিতের দাবি
সুবর্ণচরে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদ, ফল স্থগিতের দাবি
ন্যায্যমূল্য না পেলে কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলবে: কৃষিমন্ত্রী
ন্যায্যমূল্য না পেলে কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলবে: কৃষিমন্ত্রী
৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো-গুয়েতেমালা সীমান্ত
৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো-গুয়েতেমালা সীমান্ত
সর্বাধিক পঠিত
আজ বিশ্ব মা দিবস
আজ বিশ্ব মা দিবস
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
বিবি-বাইডেনের সখ্যতায় ফাটল কি লোক দেখানো?
বিবি-বাইডেনের সখ্যতায় ফাটল কি লোক দেখানো?
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
বাংলাদেশি চা বিক্রেতার স্কুলে এসে অভিভূত দুই চীনা নাগরিক
বাংলাদেশি চা বিক্রেতার স্কুলে এসে অভিভূত দুই চীনা নাগরিক