ফজলে রাব্বী মিয়ার মৃত্যু অপূরণীয় ক্ষতি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। 

শনিবার (২৩ জুলাই) এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘ফজলে রাব্বী মিয়ার মতো একজন দেশপ্রেমিক রাজনীতিবিদের মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। রাজনৈতিক মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় একাত্তরের মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের যোদ্ধা হিসেবে অংশ নেন প্রয়াত ফজলে রাব্বী মিয়া। বাংলাদেশ একজন সাহসী, অকুতোভয় রাজনীতিককে হারালো। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের পক্ষে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’ 

তিনি কাজের মধ্য দিয়ে মানুষের মাঝে যে জায়গা করে নিয়েছেন, তা চির জাগরুক থাকবে বলেও মনে করেন উপাচার্য।

শোকবার্তায় উপাচার্য প্রয়াত ফজলে রাব্বী মিয়ার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এর আগে শুক্রবার দিবাগত রাত (২৩ জুলাই) আনুমানিক ২টায় (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। প্রায় ৯ মাস ধরে দেশের বাইরে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।