ব্যারিস্টার আবুল হাসনাতের মৃত্যুতে মেয়র তাপসের শোক

ঢাকা মিউনিসিপ্যাল করপোরেশন ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার আবুল হাসনাতের মৃত‍্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রবিবার (১৮ সেপ্টেম্বর) এক শোকবার্তায় মেয়র তাপস বলেন, ‘ব্যারিস্টার আবুল হাসনাত যেমন ঢাকা পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তেমনি ঢাকা মিউনিসিপ্যাল করপোরেশন ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা সিটি করপোরেশনের কর্মযজ্ঞের বিস্তৃতি ও নাগরিক সেবা দিতে গতিশীলতা বৃদ্ধি করার যে প্রয়াস নিয়েছিলেন, সেসব গুরুত্বপূর্ণ ঘটনাবলির সাক্ষী হয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন।’  

শোকবার্তায় মেয়র শেখ তাপস প্রয়াত ব্যারিস্টার আবুল হাসনাতের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।