স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে বিসিবির শোক

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) সদ্য সাবেক সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, বীর মুক্তিযোদ্ধা ও দেশ বরেণ্য স্থপতি মোবাশ্বের হোসেন রবিবার রাতে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। ক্রীড়াক্ষেত্রে অবদান রাখায় তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি।

ক্রীড়া সংগঠক হিসেবে বেশ পরিচিতি ছিল মোবাশ্বের হোসেনের। বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির পরিচালক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া ঢাকার ঐতিহ‌্যবাহী ব্রাদার্স ইউনিয়নের সাবেক সভাপতি এবং সম্মিলিত ক্রীড়া পরিবারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। বিসিবির নির্বাচন এবং যেকোনও অনিয়মের বিরুদ্ধে সব সময় ছিলেন সোচ্চার। তার মৃত্যুতে অন্য সব অঙ্গনের মতো ক্রীড়াঙ্গনেও শোকের ছায়া বিরাজ করছে।

সোমবার (২ জানুয়ারি) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে  মোবাশ্বের হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপন গভীর শোক প্রকাশ করে বলেন, ‘তিনি অনেক গুণের অধিকারী ছিলেন এবং আবেগের সঙ্গে ক্রিকেটকে অনুসরণ করতেন। তিনি সবসময় বাংলাদেশের ক্রিকেট নিয়ে চিন্তা করতেন এবং খেলার উন্নতির জন্য তার মূল্যবান পরামর্শ দিতেন। বোর্ডের পক্ষ থেকে, আমি স্থপতি মোবাশ্বের হোসেনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’