ভাস্কর শামীম শিকদার মারা গেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার শিক্ষক ও অনেক বিখ্যাত ভাস্কর্যের শিল্পী শামীম সিকদার মারা গেছেন।

মঙ্গলবার (২১মার্চ) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ইউনাইটেড হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শামীম সিকদারের ভাস্কর্যের কিউরেটর মো. ইমরান হোসেন বাংলা ট্রিবিউনকে এ খবর জানান।

তিনি আরও জানান, ভাস্কর শামীম শিকদারের মরদেহ বুধবার (২২ মার্চ) সকাল ১১টায় চারুকলা প্রাঙ্গণে সব স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর তার মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে কিনা, তা তখন জানানো হবে। শামীম সিকদারকে রাজধানীর   মোহাম্মদপুরের কবরস্থানে দাফন করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত,মৃত্যুকালে শামীম শিকদারের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তারা দুজনই যুক্তরাজ্য প্রবাসী। শামীম সিকদার গত শতকের আশির দশকে চারুকলায় শিক্ষকতা শুরু করেন। অধ্যাপক হিসেবে অবসর নেওয়ার পর ৮ বছর আগে তিনি লন্ডনে চলে যান। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে ‘স্বোপার্জিত স্বাধীনতা’ ভাস্কর্যটি তৈরি করেন শামীম সিকদার। জগন্নাথ হলের সামনে ‘স্বাধীনতার সংগ্রাম’ ভাস্কর্যটিও তারই করা।কাজের স্বীকৃতি স্বরূপ ২০০০ সালে একুশে পদক পান তিনি।

উল্লেখ্য,সর্বহারা পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত সিরাজ সিকদার ভাস্কর শামীম সিকদারের বড় ভাই।