কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে শোকাহত যুক্তরাজ্যে বাংলাদেশি সাংবাদিকরা

বাংলাদেশের আধু‌নিক সাংবা‌দিকতার পথপ্রদর্শক দৈ‌নিক আজকের কাগজের সম্পাদক ও প্রকাশক কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন ইউকে-বাংলা প্রেসক্লাবের নেতারা।

সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি রেজা আহমদ ফয়সল চৌধুরী সোয়েব, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও কোষাধ্যক্ষ মাহবুবুল করীম সুয়েদ তাৎক্ষ‌ণিক এক বিবৃ‌তিতে বলেন, বাংলাদেশের আধুনিক সাংবা‌দিকতার যাত্রাপথে অসামান‌্য অবদান রাখা সংস্কৃ‌তিবান এই বরেণ্য ব্যক্তিত্বকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি।

ইউকে-বাংলা প্রেসক্লাবের নেতারা বিবৃতিতে জানান, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নব্বইয়ের দশকের শুরুতে শাহেদ আহমেদ প্রকাশ করেন ‘সাপ্তাহিক খবরের কাগজ’ ও ‘দৈনিক আজকের কাগজ’। এখনকার বাংলা ভাষার সাংবাদিকতার উজ্জল ধারা‌টির ‌পথ প্রদর্শক ছিলেন তিনি। আজকের কাগজের সেই প্রজন্মই এখন বাংলাদেশের সাংবা‌দিকতাকে নেতৃত্ব দিচ্ছে। কাজী শাহেদ আহমেদকে বাদ দিয়ে কখনও বাংলাদেশের নতুন ধারার গণমাধ‌্যম ও সাংবা‌দিকতার ইতিহাস সম্পূর্ণ হ‌বে না।

বিবৃতিতে আরও বলা হয়, আল্লাহপাক যেন তাকে জান্নাতবাসী করেন এবং তার শোকাহত পরিবারকে এই প‌রি‌স্থি‌তি মোকাবিলার তওফিক দেন।