কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে এনআরবিসি ব্যাংকের শোক

বাংলাদেশের আধুনিক সাংবাদিকতার পথপ্রদর্শক, দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা, ক্রীড়া সংগঠক কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল এবং ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার (২৯ আগস্ট) এক শোক বার্তায় এ শোক প্রকাশ করে এনআরবিসি ব্যাংক।

কাজী শাহেদ আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এস এম পারভেজ তমাল বলেন, ‘কাজী শাহেদ আহমেদ ছিলেন সাংবাদিকতার পথিকৃৎ। দেশের প্রথম দিকের সফল সাহসী উদ্যোক্তা তিনি। শিল্পসমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম সফল কারিগর কাজী শাহেদ আহমেদ। তার মৃত্যুতে শিল্প-সাহিত্য-সংস্কৃতি এবং দেশের অর্থনীতিতে অপূরণীয় ক্ষতি হলো।’

উল্লেখ্য, কাজী শাহেদ আহমেদ সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।