কাজী শাহেদ আহমেদ প্রজন্মের কাছে পাথেয় হয়ে থাকবেন: রমজানুল হক নিহাদ

সদ্য প্রয়াত সম্পাদক, প্রকাশক ও বিশিষ্ট শিল্পপতি কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ। মঙ্গলবার (২৯ আগস্ট) বাংলা ট্রিবিউনে পাঠানো এক শোকবাণীতে তিনি মরহুমের পরিবার ও শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা জানান।

আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ বলেন, ‘প্রয়াত কাজী শাহেদ আহমেদ একজন কর্মবীর ছিলেন। সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা থেকে তিনি যেভাবে ক্রমান্বয়ে ব্যবসায়, সংবাদপত্র প্রকাশ এবং ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতা করে গেছেন আজীবন—তা নিঃসন্দেহে পরবর্তী প্রজন্মের জন্য পাথেয় হিসেবে কাজ করবে।’

শোকবাণীতে রমজানুল হক নিহাদ উল্লেখ করেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কাজী শাহেদ আহমেদ দেশের প্রজন্মের কাছে স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে প্রতিকূল সময়ে অবিচল থেকে সাংবাদিকতা করে গেছেন। আধুনিক সংবাদমাধ্যমের পথপ্রদর্শক তিনি। বিশিষ্ট একজন শিল্পপতি হিসেবে কাজী শাহেদ আহমেদ নানামাত্রিক সৃজনশীলতা দেখিয়েছেন, তা বলাই বাহুল্য।’

শোকবাণীতে প্রয়াত কাজী শাহেদ আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ।