বিচারপতি এম. ইনায়েতুর রহিমের মায়ের ইন্তেকাল

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য মরহুম এম. আব্দুর রহিমের সহধর্মিণী নাজমা রহিম (৮৩) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি (বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি) এম. ইনায়েতুর রহিমের মা।

বুধবার (২৭ মার্চ) বিকাল ৩টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন তিনি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মরহুমার জানাজা আজ রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর বেইলি রোডের মিনিস্টার অ্যাপার্টমেন্ট সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে।

নাজমা রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া নাজমা রহিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।