কালকিনির দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

ভোটের আগেই ব্যালটে সিল!

মাদারীপুরমাদারীপুরের কালকিনি পৌরসভার দুটি কেন্দ্রে ভোট শুরু হওয়ার আগেই ১৩০০টি ব্যালটে নির্বাচন সিল মারা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় ওই দুইটি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে।
এ পৌরসভায় মোট ১৭টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে কাষ্টগড় কেন্দ্রে প্রায় ৮০০ এবং জোনারদন্দী কেন্দ্রে প্রায় ৫০০টি ব্যালটে নির্বাচন শুরুর আগেই সিল মারা অবস্থায় পাওয়া যায়।
কাষ্টগড় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার রামচন্দ্র মজুমদার বলনে, এই কেন্দ্রে ৮০০ ব্যালটে মেয়র পদে নৌকা ও সংরক্ষিত কাউন্সিলর পদে কাস্তে মার্কার সিল মারা ছিল।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, ভোটকন্দ্র দুটিতে প্রিজাইডিং অফিসারদের জিম্মি করে একদল দুষ্কৃতিকারী ব্যালটে সিল মেরে রাখে। এ ঘটনায় পরে ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এসব কেন্দ্রে কবে ভোটগ্রহণ হবে সে বিষয়ে পরে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।
/এমপি/