বাংলা গান-কবিতায় মেতে উঠলেন সৌদি প্রবাসীরা

রিয়াদের প্রবীণ ও তরুণ শিল্পীরা মিলে বাংলা গান ও কবিতার জলসা করেছেন। গত ৫ জানুয়ারির এ জলসায় রবীন্দ্র-নজরুল সংগীতসহ বিভিন্ন দশকের গান পরিবেশন করা হয়।

জলসায় চলছে গানঅনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা সুস্থ ধারার বাংলা গান এবং কবিতা চর্চা ও আবৃত্তির ওপর নিজেদের সন্তানদের আগ্রহ বাড়ানোর কথা বলেন।

জলসা আয়োজন করেন আবৃত্তিকার রুচিরা সুলতানা এবং তার স্বামী সাখাওয়াত ইকবাল। স্বাগত বক্তব্যে রুচিরা বলেন, ‘আমি প্রবাসী প্রজন্ম এবং সাধারণ প্রবাসীদের জন্য প্রমিত বাংলা উচ্চারণ নিয়ে কাজ করতে চাই। এ বিষয়ে সচেতনতা বাড়াতে খুব শিগগির রিয়াদের স্কুলগুলিতে প্রচারণা চালানো হবে।’

সংগীতে অংশ নেন রাহমা সাহিদ, মারুফা পারভিন, মনিরুল ইসলাম, বাবুল চৌধুরী, রিমা রুবাইয়াত চৌধুরী, সাখাওয়াত ইকবাল ও আরো অনেকে। এ সময় তারা নজরুল, রবীন্দ্র, দেশগান, কাওয়ালীসহ ষাট ও সত্তর দশকের বাংলাদেশের শিল্পী ও কলকাতার শিল্পীদের গান পরিবেশন করেন।

/এমও/