আবার মা হলেন টিউলিপ

রাফায়েল মুজিব সেন্ট জন পার্সিআবার মা হলেন বঙ্গবন্ধুর নাতনি ও লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন সংসদীয় আসনের দুবারের এমপি টিউলিপ সিদ্দিক। শনিবার (১৯ জানুয়ারি) পশ্চিম লন্ডনের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ শনিবার বেলা আড়াইটায় বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার লন্ডন সময় সকাল ৯টা ৫০ মিনিটে পশ্চিম লন্ডনের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন টিউলিপ। টিউলপ ও ক্রিস পার্সি দম্পতি তাদের সন্তানের নাম রেখেছেন রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি। আজালেয়া জয় পার্সি নামে দুই বছরের এক কন্যা সন্তান রয়েছে এই দম্পতির।

ব্রেক্সিট ইস্যুর ভোটে অংশ নিতে দেরিতে সন্তান প্রসবের সিদ্ধান্ত নিয়েছিলেন টিউলিপ। গত ১৫ জানুয়ারি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার কথা থাকলেও ভোটের কারণে সেটি পিছিয়ে দিয়েছিলেন তিনি। তারপরও কোনও ধরনের প্রসবজনিত জটিলতা ছাড়াই দ্বিতীয় সন্তানের জন্ম দেন টিউলিপ।

ডাক্তাররা জানিয়েছেন, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।