লন্ডনে আ.লীগ নেতার পক্ষে ভোট চাইলেন বিএন‌পি ও খেলাফত নেতারা

ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচ‌নে মৌলভীবাজা‌রের যেসব প্রার্থী অংশগ্রহণ কর‌ছেন তা‌দের প‌ক্ষে রাজ‌নৈ‌তিক দলমত নি‌র্বিশে‌ষে প্রচার শুরু হয়েছে। বুধবার দুপু‌রে লন্ডনের নিউহাম বারার বর্তমান কাউন্সিলর ও মৌলভীবাজার জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি মু‌জিবুর রহমান জ‌সিমের নির্বাচনি ক্যাম্পেইনের মধ্য দিয়ে এ কর্মসূচি উদ্বোধন হয়।

আসন্ন নির্বাচ‌নে নিউহা‌মের গ্রিন স্ট্রিট ওয়ার্ড থে‌কে লেবার পা‌র্টির ম‌নোনয়ন পে‌য়ে‌ছেন জ‌সিম। তার স্ত্রী তিনবা‌রের সা‌বেক কাউন্সিলর র‌হিমা রহমান এবার ম‌নোনয়ন পে‌য়ে‌ছেন একই বারার বেকটন ওয়ার্ড থে‌কে।

অনুষ্ঠা‌নের উদ্যোক্তা মুন‌জের আহমদ চৌধুরীর সঞ্চাল‌নায় সর্বদলীয় প্রচার কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছি‌লেন যুক্তরাজ্য আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সা‌বেক সাধারণ সম্পাদক ও যুবদ‌লের সাবেক সভাপ‌তি ও সা‌বেক চেয়ারম্যান আলহাজ মো. অদুদ আলম, যুক্তরাজ্য জাসদের নির্বাহী সদস্য ফখরুল ইসলাম খছরু, খেলাফত মজ‌লি‌স নেতা হা‌ফিজ নজমুল হক, মুফ‌তি সৈয়দ মাহমুদ আলী, ছাত্রলীগ কেন্দ্রীয় ক‌মি‌টির সা‌বেক সদস্য আব্দুল বা‌ছিত, খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সাংগঠ‌নিক সম্পাদক হা‌ফিজ কামরুল হাসান খান, মোহাম্মদ আব্দুল আলী, কাউন্সিলর প্রার্থী লুইস গর্ডন গর্ডফ্রি, লে‌রেসা জি‌লিকাজন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান সা‌হেদ, সা‌বেক ছাত্রদল নেতা তাজুল ইসলাম প্রমুখ।

ক্যাম্পেইন উদ্বোধনের সময় বক্তারা ব‌লেন, এ উদ্যোগ ব্রিটেনে মৌলভীবাজারবাসীর ঐক্যের ঐতিহ্যের প‌রিচায়ক। মু‌জিবুর রহমান জ‌সিমকে একজন ক্লিন ও সব মহ‌লে গ্রহ‌ণযোগ্য ক‌মিউনি‌টি নেতা উল্লেখ করে বক্তারা তা‌কে আবার নির্বা‌চিত করতে স্থানীয় বাংলাদেশিসহ সবার সহ‌যোগিতা কামনা করেন।

আ‌য়োজকরা জানান, ৫ মে অনুষ্ঠিতব্য ব্রিটে‌নের স্থানীয় নির্বাচ‌নে মৌলভীবাজার জেলার যেসব প্রার্থী বি‌ভিন্ন দ‌লের ম‌নোনয়‌নে নির্বাচন কর‌ছেন, সবার ক্যাম্পেইনে প্রবাসী মৌলভীবাজারবাসীর ঐক্যবদ্ধ সহ‌যোগিতা অব্যাহত থাক‌বে।