মালদ্বীপে ঈদের আনন্দ হোলিতে

সাগরকন্যা মালদ্বীপ মুসলিম প্রধান দেশ। তবে দেশটিতে ঈদের আয়োজন হয় ভিন্ন আমেজে। পাঁচ লাখ মানুষের বসবাস এখানে। এরমধ্যে প্রায় এক লাখই বাংলাদেশি। শনিবার (৯ জুলাই) মালদ্বীপে যথাযথ ধর্মীয় মর্যাদায় ঈদুল আজহা পালিত হয়েছে। দেশটিতে ঈদের দিনে রঙ নিয়ে হোলি খেলে আনন্দ করেন মালদ্বীপের স্থানীয় বাসিন্দারা।মালদ্বীপ২

মালদ্বীপে ঈদের দিন বিভিন্ন বয়সী মানুষ নেচে-গেয়ে রঙ ছিটিয়ে আনন্দ করেন। ঈদের দিন চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে দেশটির রাজধানীতে।

বাংলাদেশি প্রবাসীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নামাজ আদায় এবং শুভেচ্ছা বিনিময় করেন। ঈদগাহে প্রায় পাঁচ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। তারমধ্যে বেশিরভাগই বাংলাদেশি।

বাংলাদেশি ব্যবসায়ী ফোর এল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাদিউল ইসলাম বলেন, ‘মালদ্বীপে বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায়ের পাশাপাশি ঈদগাহ মাঠেও নামাজ আদায় করা হয়। ঈদের দিন বিকালে বাংলাদেশিরা একসাথে হয়ে সময় কাটান।’

বাংলাদেশি ব্যবসায়ী ঢাকা ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাবুল হোসেন বলেন, ‘এখানে কোরবানির ঈদ অন্যরকম। পশু পালনের ব্যবস্থা না থাকায় এখানে বেশিরভাগ মানুষ কোরবানি দিতে পারেন না। বাংলাদেশি যারা পরিবার নিয়ে থাকেন, তারা ছাগল কোরবানি করেন।’মালদ্বীপ

প্রবাসী মোহাম্মদ খলিলুর রহমান শাহাজাদী বলেন, ‘প্রবাসের মাটিতে সবার সঙ্গে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে দেশে ঈদের আনন্দ প্রকাশ পায়।’

সামাজিক সংগঠন ‘আলোকিত চাঁদপুর প্রবাসী মালদ্বীপ’-এর সভাপতি মোহাম্মদ হোসেন সুমন বলেন, ‘আমরা বাংলাদেশিরা চেষ্টা করি সবাই সবার পাশে দাঁড়াতে। সবাই মিলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে। সংগঠনের উদ্যোগে কোরবানি দিয়ে সবার মাঝে আনন্দ ভাগাভাগি করা হয়।’