আরব আমিরাতে জাতীয় শোক দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস অনুষ্ঠিত পালিত হয়েছে।

দূতাবাসের আয়োজিত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালন, প্রামাণ্য চিত্র এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

বাঙালি জাতি গঠনে বঙ্গবন্ধুর নেতৃত্ব ও অবদানের কথা তুলে ধরে বক্তারা বলেন, বঙ্গবন্ধু আজীবন দেশের স্বাধীনতা আর এদেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করে গেছেন আর তাকেই আজকের এই দিনে সপরিবারে নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের শিকার হতে হয়। এমন কলঙ্কময় ইতিহাস বিশ্বে আর কোথাও নেই। বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও জনমানুষের জন্য ত্যাগ ও সংগ্রামের চেতনা বুকে ধারণ করে জাতীয় উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।  

অনুষ্ঠানে রাষ্ট্রদূত আবু জাফর বলেন, বাঙালি জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব, তাঁর চেতনা অবিনশ্বর। জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সোনার বাংলা প্রতিষ্ঠা করতে। 

একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ‘মুজিব আদর্শে শাণিত বাংলার আকাশ-বাতাস, জল-সমতল যা প্রজন্ম থেকে প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর অবিনাশী চেতনা ও আদর্শ হিসেবে চির প্রবহমান থাকবে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যেই বিশ্বসভায় একটি উন্নয়নশীল, মর্যাদাবান জাতি হিসেবে পরিচিতি লাভ করেছে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত।