কাতার থেকে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ শীর্ষক কর্মশালা

প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটে প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনৈতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের উন্নয়ন ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে সহযোগী হতে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানো জরুরি।

শুক্রবার (১০ জানুয়ারি) কাতার বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি আয়োজিত চলমান বৈশ্বিক জালানি ও অর্থনৈতিক সংকটময় মুহূর্তে কাতার থেকে বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণ শীর্ষক কর্মশালা ও কাতারে কর্মসংস্থান সৃষ্টিকারী প্রবাসী উদ্যোক্তা সম্মাননা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রবাসীদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, ‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি দেশের উন্নয়নে আপনার অবদান নিশ্চিত হয়। দেশে আপনার আয় বৈধ বলে বিবেচিত হয়। সরকার ঘোষিত ২.৫ শতাংশ হারে প্রণোদনাও পাওয়া যায়। প্রবাসী আয়ে সম্পূর্ণ করমুক্ত সুবিধা পাওয়া যায়। রেমিট্যান্স বাড়ানোর প্রক্রিয়া হিসেবে তিনি কাতারে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত কাতারের নিয়মকানুন মেনে সুশৃঙ্খল জীবনযাপন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কাতার প্রবাসী বাংলাদেশিদের পরামর্শ প্রদান করেন।

বিগত অর্থবছরে বিদেশ থেকে দেশে রেমিট্যান্স গেছে প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে কাতার প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় ১.৪ বিলিয়ন ডলার। এ জন্য কাতার প্রবাসীদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান দেশটিতে নিযুক্ত দূতাবাসের মিনিস্টার (শ্রম) ডক্টর মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সমস্যা হলে দূতাবাসে যোগাযোগ করারও পরামর্শ দেন তিনি।

প্রবাসীদের সময়মতো নিজের পাসপোর্ট ও ইকামার মেয়াদ হালনাগাদ রাখারও পরামর্শ দেন ডক্টর মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। কারণ ইকামার মেয়াদ না থাকলে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো সম্ভব নয়। তাই এ বিষয়ে প্রবাসীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য সম্মাননা প্রাপ্ত উদ্যোক্তাদের ধন্যবাদ জানানো হয়।

সংগঠনের আহ্বায়ক নুরুল আবসার বাবুলের সভাপতিত্বে এবং জি এম আকাশের পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন-সিআইপি জালাল আহমেদ, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাইল মিয়া, সংগঠনের সদস্য সচিব ইউসুফ পাটোয়ারী লিংকন, সমন্বয়ক আকবর হোসেন বাচ্চু, এম এ সালাম, আহসান উল্লাহ্‌ সজিব প্রমুখ।