সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে লন্ডনে বাংলাদেশি সাংবা‌দিকদের কর্মবির‌তি

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার ১১ বছরেও না হওয়ার প্রতিবাদে ও বিচারের দাবিতে লন্ডনে প্রতীকী কর্মবিরতি পালন করেছেন ব্রিটিশ-বাংলাদেশি সাংবাদিকরা। ইউকে-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পূর্ব লন্ড‌নের আলতাব আলী পা‌র্কের কেন্দ্রীয় শহীদ মিনা‌রে এই প্রতীকী কর্মসূচি পালন করা হয়।

প্রতীকী কর্মসূচিতে সাগর-রু‌নি দম্প‌তি হত্যার বিচারসহ সাংবা‌দিক‌দের নির্যাতন বন্ধের দা‌বির প্রতি সংহ‌তি জা‌নিয়ে সমাবেশও আয়োজন করা হয়। এই সমাবেশে সভাপতিত্ব করেন ইউকে-বাংলা প্রেসক্লাবের সভাপ‌তি রেজা আহমদ ফয়সল চৌধুরী সোয়েব ও পরিচালনা করেন সাইদুল ইসলাম।

সমাবেশে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রা‌খেন কে এম আবু তাহের চৌধুরী, মুনজের আহমদ চৌধুরী, মাহবুবুল করিম সোয়েদ, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, আব্দুল বাসিত চৌধুরী,আজিজুল আম্বিয়া, আমিনুল ইসলাম, মুসলিম খান, শামছুর রহমান সোমেল, আমিনুল ইসলাম রুবেল প্রমুখ।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।