সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’র নতুন কমিটি গঠিত

দক্ষিণ কোরিয়ার বসবাসরত সিলেটিদের নিয়ে গঠিত সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া-এর নতুন পরিচালনা পরিষদ নির্বাচন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সিউলের পাশে কিম্পু সিটিতে এক কনফারেন্স রুমে এই অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়।

২০২৩-২০১৪ বর্ষের জন্য ৮৫ সদস্যের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এমাদ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

অভিষেক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নব-নির্বাচিত সভাপতি নজরুল ইসলাম বলেছেন, সিলেট কমিউনিটির সব সদস্যের জীবনমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাবেন।

সাধারণ সম্পাদক এমাদ উদ্দীন দক্ষ নেতৃত্ব এবং বিনা স্বার্থে নির্বাচিতরা আগামী দিনে দক্ষিণ কোরিয়ায় সিলেটিসহ সব প্রবাসীদের কল্যাণে কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মণ্ডলী ও সদস্যসহ কোরিয়ার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১ জানুয়ারি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত সিলেটিদের নিয়ে সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া প্রতিষ্ঠিত হয়।