লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে রেমিট্যান্স মেলা ১৪ মার্চ

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে রেমিট্যান্স মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৪ মার্চ (মঙ্গলবার) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মিলনার রোডের ইম্প্রেশন্স ইভেন্ট ভ্যানুতে এ মেলা চলবে।

‘জাতি ও দেশের জন্য সঠিক চ্যানেলের মাধ্যমে আপনার অর্থ পাঠান’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সোমবার (৬ মার্চ) লন্ডনের হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা নিয়মিতভাবে উল্লেখযোগ্য রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতার কথা জানায় হাইকমিশন।

অংশগ্রহণের মাধ্যমে মেলাকে আরও সাফল্যমণ্ডিত করতে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের হাইকমিশন বিশেষভাবে অনুরোধ জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেলা চলাকালে ব্রিটিশ-বাংলাদেশি বিভিন্ন মানি ট্রান্সফার সংস্থা বিশেষ মুদ্রা বিনিময় হারে ন্যূনতম ফি নিয়ে রেমিট্যান্স প্রেরণের সুযোগ প্রদান করবে।

প্রথমবারের মতো আয়োজিত এই রেমিট্যান্স মেলায় বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর বিশেষ সুযোগ গ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে যুক্তরাজ্য প্রবাসী সকল বাংলাদেশিকে আহ্বান জানায় হাইকমিশন।