‌সাকাপুত্রের বক্তব্যের প্রতিবাদে গৌরব ’৭১-এর বিক্ষোভ সমাবেশ

যুদ্ধাপরাধীদের দায়ে দণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর বক্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ দাবি করে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে স্বাধীনতার স্বপক্ষের সংগঠন গৌরব ’৭১। সমাবেশ থেকে আইনিভাবে তার সর্বোচ্চ শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৫ অক্টোবর) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফলাজুর রহমান বাবু বলেন, ‌‘জিয়া ক্ষমতায় আসার পর থেকে স্বাধীনতাবিরোধীদের রাজনীতিতে এনে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছেন। পরবর্তীতে খালেদা জিয়াও একই কাজ করেছেন। কিন্তু ১৯৮১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসে রাজাকার ও যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনার চেষ্টা করেছেন কিন্তু বিএনপি ক্ষমতায় এসে আবার সেই পথ বন্ধ করার নানা ফন্দি করেছিল। তবু বঙ্গবন্ধুকন্যা যুদ্ধাপরাধীদের ফাঁসিতে ঝুলিয়েছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে আফলাজুর রহমান বলেন, ‘আমি আপনাকে বলতে চাই, যুদ্ধাপরাধী রাজাকার সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে আমি অবাক হইনি। কারণ, রাজাকারের সন্তান রাজাকারের মতোই কথা বলবে। তবে এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এসব স্বাধীনতাবিরোধীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।’

আওয়ামী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম বলেন, ‘আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, ১৯৭২ সালে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী সাকা চৌধুরীর বিচার হলে হুম্মাম কাদেরের জন্ম হতো না। আজও তার অঙ্গভঙ্গি রাষ্ট্রদ্রোহের শামিল। কাজেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা উচিত।’

হুম্মামের সর্বোচ্চ শাস্তি দাবি করে আওয়ামী যুব মহিলা লীগের সহসভাপতি অ্যাডভোকেট কুহেলী কুদ্দুস মুক্তি বলেন, ‘আমরা বাংলাদেশকে ভালোবাসি। এ দেশের মুক্তিযুদ্ধকে ভালোবাসি। অথচ স্বাধীনতার এতো বছর বছর পরেও আমাদের যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর সন্তানদের হুংকার শুনতে হয়। এটা কী ভাবা যায়? আমি সরকারকে বলবো, তাকে সংবিধান ও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মানিক লাল ঘোষ বলেন, ‘দুই দিন আগে যুদ্ধাপরাধীর ছেলে হুম্মাম চৌধুরী বলেছেন, এই সরকার যুদ্ধাপরাধের দায়ে যাদের ফাঁসি দিয়েছে, তারা নাকি শহীদ। এই বক্তব্যের মাধ্যমে তারা দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছেন। কাজেই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

প্রসঙ্গত, বুধবার (১২ অক্টোবর) চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী জামায়াতে ইসলামীর স্লোগান দিয়ে বক্তব্য দিয়েছেন। তার এই স্লোগান নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতেই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে গৌরব ’৭১ সংগঠন।