অক্সিজেন ব্যবহার করলে রোজা ভেঙে যাবে?

আজকের প্রশ্ন: রোজা রেখে অক্সিজেন ব্যবহার করলে রোজা ভেঙে যাবে?

উত্তর: রোজা অবস্থায় ওষুধ ব্যবহৃত অক্সিজেন ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। তবে শুধু বাতাসের অক্সিজেন নিলে রোজা ভাঙবে না। কারণ রোজা ভঙ্গের কারণ হচ্ছে, স্বাভাবিক প্রবেশ পথ দিয়ে পেটে বা মস্তিষ্কে খাদ্যদ্রব্য বা ওষুধ প্রবেশ করা।

তথ্যসূত্র: বায়হাকি শরিফ, হাদিস নং-৮৫১২, ফাতহুল বারি, খণ্ড-৪, পৃষ্ঠা-২০৭, জাদিদ ফেকহি মাসায়েল, খণ্ড-১, পৃষ্ঠা-১৮৮।

সংকলনে: মাওলানা মুফতি ইমরানুল বারী সিরাজী, দাওরায়ে হাদিস, দারুল উলুম দেওবন্দ, উত্তর প্রদেশ, ভারত ইফতা, জামিয়া আনওয়ারুল হুদা, হায়দারাবাদ, ভারত; ইংলিশ ডিপ্লোমা, মারকাজুল মাআরিফ এডুকেশন এন্ড রিসার্চ সেন্টার, মুম্বাই,ভারত; খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা; সিনিয়র মুহাদ্দিস ও মুফতি, জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসা, রামপুরা, ঢাকা।