দোকানের যে অ্যাডভান্স দেওয়া হয়, তার জাকাত কে দেবে?

প্রশ্ন: সিকিউরিটি মানি হিসেবে দোকানের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ অ্যাডভান্স দেওয়া হয়। ওটার জন্য কি জাকাত দিতে হবে? সেটা কাকে দিতে হবে?

উত্তর: সিকিউরিটি মানি হিসাবে যে টাকা দোকান ও বাড়ির মালিক গ্রহণ করে থাকেন; যদি চুক্তি অনুযায়ী প্রতি মাসে তা কর্তন করা হয়, তবে দোকান মালিককে ওই টাকার জাকাত দিতে হবে। আর যদি তা ফেরতযোগ্য হয়, অর্থাৎ দোকান বা বাড়ি ছেড়ে দিলে তার পুরোটা ফেরত দিতে হবে এবং মালিক যদি ওই টাকা খরচ না করে আমানত হিসাবেই রাখেন, তবে ভাড়াটিয়াকে ওই টাকার জাকাত দিতে হবে।

তথ্যসূত্র: ফাতহুল কাদির ২/১২১, জাদিদ ফিকহি মাসায়েল, খণ্ড-১, পৃষ্ঠা-২১৭।

সংকলন: মাওলানা মুফতি ইমরানুল বারী সিরাজী, দাওরায়ে হাদিস, দারুল উলুম দেওবন্দ, উত্তর প্রদেশ, ভারত। ইফতা, জামিয়া আন‌ওয়ারুল হুদা, হায়দারাবাদ, ভারত। খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা।