জাকাতের টাকায় ধর্মীয় বই বা কোরআন বিতরণ করা যাবে?

প্রশ্ন: জাকাতের টাকায় ধর্মীয় বই বা কোরআন বিতরণ করলে জাকাত আদায় হবে?

উত্তর: জাকাতের টাকা দিয়ে ধর্মীয় পুস্তক ও কোরআন কিনে যদি তা দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়, তবে তা জায়েজ আছে এবং এর দ্বারা জাকাত আদায় হবে।

পক্ষান্তরে এ অর্থে কেনা বই ধনীদের দিলে জাকাত আদায় হবে না। এক্ষেত্রে পুনরায় জাকাত সঠিকভাবে আদায় করতে হবে।

তথ্যসূত্র: ফতোয়ায়ে শামি, খণ্ড-২, পৃষ্ঠা-৭১, ফতোয়ায়ে দারুল উলুম, খণ্ড-৬, পৃষ্ঠা-২৭৩, আহকামে জাকাত (লেখক: মুফতি তকি উসমানি), পৃষ্ঠা-১১৫।

সংকলন: মাওলানা মুফতি ইমরানুল বারী সিরাজী, দাওরায়ে হাদিস, দারুল উলুম দেওবন্দ, উত্তর প্রদেশ, ভারত। ইফতা, জামিয়া আন‌ওয়ারুল হুদা, হায়দারাবাদ, ভারত। ইংলিশ ডিপ্লোমা, মারকাজুল মাআরিফ এডুকেশন এন্ড রিসার্চ সেন্টার, মুম্বাই, ভারত। খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা। সিনিয়র মুহাদ্দিস ও মুফতি, জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসা, রামপুরা, ঢাকা।