জানাজার নামাজের আগ মুহূর্তে অজু না থাকলে কী করবেন?

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মতো অজু বা গোসলের মাধ্যমে জানাজার নামাজের আগে পবিত্রতা অর্জন করা আবশ্যক। কিন্তু পরিস্থিতি যদি এমন হয় যে জানাজার নামাজ একেবারে সন্নিকটে এবং অজু করতে গেলে জানাজার নামাজের পুরো চার তাকবির-ই ছুটে যাবে তবে তয়াম্মুম করে জানাজার নামাজ পড়া যায়।

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, ‘অজু করতে গেলে যদি জানাজার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকে তা হলে তায়াম্মুম করে নামাজ পড়ো। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ১১৫৮৬)।

পক্ষান্তরে, যদি সম্ভাবনা থাকে যে অজু করতে গেলে অন্তত শেষ তাকবিরটি পাওয়া যাবে তবে অজু করেই জানাজায় শরিক হতে হবে।

 

তথ্যসূত্র: কিতাবুল আছল ১/৯৬, মাবসুত লি-সারাখসি ১/১১৮, বাদায়েউস সানায়ে ১/১৭৭, খুলাসাতুল ফাতাওয়া, ১/৩৯, রদ্দুল মুহতার ১/২৪১, দৈনন্দিন জীবনে ইসলামের বিধান-মুফতি মুহাম্মাদ সালমান মানসুরপুরী ২/২২৩।