জন্মাষ্টমীতে শোভাযাত্রা না করার নির্দেশনা

করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে জন্মাষ্টমীতে শোভাযাত্রা, র‍্যালি ও মিছিল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হবে।

রবিবার (২৯ আগস্ট) এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গত ৬ আগস্ট জারি করা জরুরি বিজ্ঞপ্তি অনুমতিক্রমে দেশের বর্তমান প্রেক্ষাপটে সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে ইতোপূর্বে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। একইসঙ্গে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সকল প্রকার শোভাযাত্রা, র‍্যালি, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে অবশ্যই সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হবে।