টাক মাথায় কৃত্রিম চুল লাগানো জায়েজ?

টাক মাথায় কৃত্রিম বা পরচুলা লাগানো জায়েজ নয়। কেননা, হাদিস শরিফে এসেছে-‘আসমা বিনতে আবু বকর (রা.) থেকে বর্ণিত, যে কৃত্রিম চুল লাগিয়ে দিতে বলে এবং যে লাগায়; দুজনের ওপর আল্লাহর রাসুল (সা.) লানত ও অভিসম্পাত করেছেন।’ (নাসায়ি শরিফ, হাদিস: ৯৩৭৪)

টাক মাথায় পরচুলা বা কৃত্রিম চুল প্রতিস্থাপন করা আল্লাহর সৃষ্টিতে অপ্রয়োজনে হস্তক্ষেপের সামিল। যা ইসলামে নিষিদ্ধ।

তবে আসল চুল যদি কেউ এমনভাবে প্রতিস্থাপন করে, যাতে তা নিয়মিতভাবে গজানো স্বাভাবিক চুলে পরিণত হয়, সেক্ষেত্রে তা জায়েজ আছে। কারণ এটি মানুষের শরীরে কিডনি, চোখ বা হৃৎপিণ্ড প্রতিস্থাপনের মতো। তবে এক্ষেত্রে চুল প্রতিস্থাপনের পেছনে জরুরি কোনও কারণ থাকতে হবে। আবার প্রতারণার উদ্দেশ্যে আসল চুল লাগালেও সেটা জায়েজ হবে না। 

 

তথ্যসূত্র: রদ্দুল মুহতার ৬/৩৭৩, উমদাতুল কারী ২২/৬৪