রোজার নিয়ত কী, কীভাবে করবেন?

রমজান কিংবা যে কোনও সময়ের রোজায় নিয়ত জরুরি। তবে তা মুখে উচ্চারণ শর্ত নয়। মনের ইচ্ছা ও সংকল্পই নিয়ত। রোজার দিন কিংবা আগের দিন মনে মনে এই সংকল্প থাকলেই হবে যে- আমি আজ কিংবা আগামীকাল রোজা রাখবো।

তবে উত্তম হচ্ছে- মনের সংকল্পের সঙ্গে সঙ্গে মুখেও নিয়ত করা। আর নিয়তের জন্য বিশেষ কোনও ‘শব্দমালা’ হাদিসে সাব্যস্ত নেই। 

ফতোয়ায়ে হিন্দিয়াতে উল্লেখ আছে- সেহরি খাওয়ার জন্য ওঠা এবং সেহরি খাওয়াটাই মূলত নিয়ত।

তথ্যসূত্র : জামিয়াতুল উলুমিল ইসলামিয়া আল্লামা ইউসুফ বানুরী টাউনের ওয়েবসাইট অবলম্বনে। ফতোয়া নাম্বার : ১৪৩৯০৯২০০৭৩১