বৃহস্পতিবার জামায়াতের ২৪ ঘণ্টার হরতাল

জামায়াতমানবতাবিরোধী অপরাধের দায়ে মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝোলানোর প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে জামায়াত।
এছাড়া বুধবার সারা দেশে ও প্রবাসে নিজামীর মাগফিরাতের জন্য গায়েবানা জানাজা ও ১৩ মে শুক্রবার দেশ ও দেশের জনগণের কল্যাণ ও নিজামীর জন্য দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মঙ্গলবার মধ্যরাতে নিজামীর ফাঁসি কার্যকর হওয়ার পর এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করে জামায়াত।
বিবৃতিতে বলা হয়, জামায়াতের ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীকে পরিকল্পিতভাবে সরকার ফাঁসিতে ঝুলিয়েছে।
এ ‘হত্যাকাণ্ডের’ নিন্দা জানিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে আরও বলা হয়, নিজামীর বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট এবং রাষ্ট্রপক্ষ তা প্রমাণ করতে পারেনি। তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
/এজে/