পদবঞ্চিত নেতাদের ধৈর্য ধরার আহ্বান মোশাররফের

ড. খন্দকার মোশাররফ হোসেনবিএনপির কেন্দ্রীয় কমিটিতে জায়গা না পাওয়া নেতাদের হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র রক্ষায় ছাত্র রাজনীতির ভূমিকা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
মোশাররফ বলেন, আপনাদের মধ্যে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় হতাশা ও ক্ষোভ থাকতে পারে। তাই বলে নেতিবাচক কথা বলার কোনও সুযোগ নাই। আপনারা ধৈর্য ধরুন, এক ব্যক্তি দুই পদে থাকলে তা পুনর্বিন্যাস করে আপনাদের সুযোগ তৈরি করা হবে।
জঙ্গিবাদ নিয়ে বর্তমান সরকারের ভূমিকা স্পষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, এই জঙ্গিবাদের কারণে দেশের মানুষ আজ আতঙ্কিত। জঙ্গিবাদের উত্থান রোধ করতে হলে অবশ্যই জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে এসব রোধ করা সম্ভব হবে।
‘ঢাকাস্থ বৃহত্তর দাউদকান্দি ছাত্রকল্যাণ পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি মো. সফিউল বাসারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার আবেদ রাজা, খন্দকার মারুফ হোসেন, ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
আরও পড়ুন: হাসনাতকে গুলশান হামলা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে

/এসআইএস/এমও/