বিএনপি নেতা সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ

হাবীব-উন-নবী খান সোহেল৪১টি নাশকতার মামলায় করা জামিন আবেদন নাকচ করে দিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (৯ অক্টোবর) ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের পৃথক মহানগর হাকিমরা শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, সকাল ৯টায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ৪১ নাশকতা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন হাবীব-উন-নবী খান সোহেল।  তার আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

হাবীব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা নাশকতা মামলাগুলোর মধ্যে রয়েছে- পল্টন থানায় ২২টি মামলা, মতিঝিল থানায় ৩টি, দারুস সালাম থানায় ২টি, যাত্রাবাড়ি থানায় ৩টি, ওয়ারী থানায় ২টি, মুগদা থানায় ৩টি, খিলগাঁও থানায় ২টি এবং রমনা, শাহবাগ ও মোহাম্মদপুর থানায় একটি করে মামলা।

/এসআইটি/এসএনএইচ/এফএস/