‘আনু মুহাম্মদের উচিত বিএনপির সমর্থন গ্রহণ করা’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (পুরনো ছবি)রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে চলমান আন্দোলনে বিএনপির সমর্থন গ্রহণ করতে আনু মুহাম্মদকে আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মিলনায়তনে ‘সুন্দরবন বাঁচাও, রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র ঠেকাও’ শীর্ষক সেমিনারে এ আহ্বান জানান তিনি।

‘জিয়া সাইবার ফোর্স’ আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, 'আমরা তেল-গ্যাস-বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের আন্দোলনকে সমর্থন দিয়েছি। তারও (আনু মুহাম্মদ) উচিত হবে, বিএনপির সমর্থন গ্রহণ করা এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে এগিয়ে যাওয়া।'

এর আগে বিএনপির জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান ‘রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া ভুল তথ্য বনাম বাস্তবতা’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিএনপিসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের গবেষণার বরাত দিয়ে ওই প্রবন্ধে দাবি করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপাল নিয়ে ‘ভুল’ তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন।

সেমিনারে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ঢাবি শিক্ষক ড. মো. আলমুজাদ্দেদি আলফেসানী, জামাল উদ্দিন রুনু প্রমুখ।

/আরএআর/এআরএল/

আরও পড়ুন: 

‘আমাকে তারেক জিয়ার মতো বানাতে চাইবেন না’