আ. লীগের সভাপতিমণ্ডলীর সভা চলছে

আওয়ামী লীগআওয়ামী লীগের নতুন কমিটির সভাপতিমণ্ডলীর প্রথম সভা চলছে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ সভা শুরু হয়। সভায় সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম বাদে সকল সদস্যই ‍উপস্থিত রয়েছেন বলে গণভবন সূত্রে জানা গেছে।  সৈয়দ আশরাফ শুক্রবার সকালেই ১৫ দিনের ছুটিতে লন্ডনে গেছেন। এ সভায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির  সদস্যদের মনোনয়ন দেওয়া হবে।
আওয়ামী লীগের ২০তম সম্মেলনের মাধ্যমে গত ২৩ অক্টোবর দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই দিন দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সভাপতিমণ্ডলীর ১৬ সদস্যের নাম ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সভাপতিমণ্ডলীর সদস্য হচ্ছেন ১৯ জন। আওয়ামী লীগের সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২৮ জন সদস্য রয়েছেন। গঠনতন্ত্রের ১৯ ধারা অনুযায়ী সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে দলীয় সভাপতি আলোচন করে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের মনোনয়ন দেবেন।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, শুক্রবার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে।
ইএইচএস / এপিএইচ/

আরও পড়ুন:  

নির্বাচন নিয়ে আ. লীগে চাঙাভাব
‘আ. লীগের নতুন নেতৃত্ব জনগণের প্রত্যাশা পূরণ করবে’