অ্যাকশন শুরু হয়ে গেছে: ওবায়দুল কাদের

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (পুরনো ছবি)শৃঙ্খলা ভাঙার অভিযোগে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা মহানগর ছাত্রলীগের দুই নেতার বহিষ্কারের ঘটনা উল্লেখ করে সোমবার রাজধানীতে এক সভায় এ মন্তব্য করেন তিনি। আগামী ৩ নভেম্বরের জেল হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ (উত্তর) এই সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, হঠাৎ পত্রিকায় দেখা গেল অস্ত্রধারী একজনকে। নেত্রী তখন পরিষ্কারভাবে বলে দিলেন কোনও শোকজ কিংবা সাসপেন্ড নয়। তাদের বিরুদ্ধে বহিষ্কার এবং আইনগত ব্যবস্থা। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে ইতোমধ্যে ছাত্রলীগ ব্যবস্থা নিয়েছে। সম্মেলনের পর এটা আমাদের প্রথম অ্যাকশন। অপেক্ষা করুন।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের সম্মেলনের পর ছাত্রলীগ নেতাদের বহিষ্কারের মধ্য দিয়ে অ্যাকশন শুরু হয়েছে। যারা শৃঙ্খলাবিরোধী কাজ করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ব্যবস্থা নেবে। অপরাধীর কোনও ছাড় নেই। আর ভালো কাজ করলে শেখ হাসিনা পুরস্কৃত করবেন।’

সভায় সভাপতিত্ব করেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ সভাপতি একে এম রহমতউল্যাহ। ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের খারাপ কাজের মধ্য দিয়ে শেখ হাসিনার অর্জন ম্লান হয়। শেখ হাসিনার এ অর্জন ম্লান হতে দেওয়া যাবে না।’

দলের নেতা নির্বাচনের পর যারা বিভিন্ন মহলের ফুলের শুভেচ্ছা গ্রহণ করছেন এবং যেসব কর্মীরা নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আর ফুল দিবেন না, ফুল নিবেন না। ফুল না দিয়ে জনগণের জন্য কাজ করুন। আমরা কেউই নেতা নই। আমরা সবাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কর্মী।’

যারা আওয়ামী লীগ নেতা নির্বাচন হয়েছেন এবং যারা হতে পারেননি তাদের উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, ‘লেগে থাকলে পুরস্কার পাওয়া যায়। এটার নজির আমি। কখনও আমি নেত্রীকে ছেড়ে যাইনি। তাই পুরস্কার পেয়েছি। আর যারা নেতা হয়েছেন, তারা লেগেছিল বলেই নেতা হয়েছেন। আপনারাও লেগে থাকুন। এবার তৃণমূল থেকেও নেতা তুলে এনে শেখ হাসিনা কেন্দ্রীয় নেতা বানিয়েছেন।’

/পিএইচসি/এআরএল/