মানুষ ঘুরে দাঁড়ালে সরকারের অবস্থা মর্মান্তিক হবে

শামসুজ্জামান দুদু (ফাইল ছবি)আইন প্রতিষ্ঠায় দেশের মানুষ যদি একবার ঘুরে দাঁড়িয়ে বেআইনী কাজ শুরু করে তাহলে সরকারের অবস্থা মর্মান্তিক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রবিবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে বীর উত্তম শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদ।

শামসুজ্জামান দুদু বলেন, ‘আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশের আবেদন করেছিলাম। এ আবেদনের কথা আওয়ামী লীগ ও পুলিশ জানে না, এটা শুধু আল্লাহ জানে।’

সরকাররে প্রতি হুশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, ‘আর কোনও কিছু বন্ধ করবেন না, দরজা একটু খুলে দিন। দেশের মানুষ যদি একবার ঘুরে দাঁড়িয়ে আইন প্রতিষ্ঠার জন্য বেআইনী কাজ শুরু করে তাহলে আপনাদের জন্য মর্মান্তিক সময় অপেক্ষা করছে।’

সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি’র যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশা প্রমুখ।

/আরএআর/এসএনএইচ/