আনসার হত্যায় অভিযুক্ত শিহাবকে সিটিটিসিতে হস্তান্তর, রিমান্ড আবেদন কাল

বিমানবন্দরে আনসার হত্যা


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্য সোহাগকে ছুরিকাঘাতে হত্যার দায়ে অভিযুক্ত শিহাবকে আজ আদালতে হাজির করা হয়নি। রিমান্ড আবেদনের জন্য আদালতে নেওয়ার কথা থাকলেও পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নেওয়া হয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিহাবে সিটিটিসিতে নেওয়া হয়েছে। তারা হয়তো আগামীকাল রিমান্ড আবেদনের জন্য আদালতে পাঠাতে পারে।
এর আগে শনিবার দুপুরে  ১০ দিনের রিমান্ড আবেদন করার বিষয়টি জানিয়েছিল থানা পুলিশ।
প্রসঙ্গত, গত রবিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিহাব নামের ওই যুবক বিমানবন্দরের তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করে। এয়ারপোর্টের ক্লিনারদের মতো হলুদ টি শার্ট পরা থাকলেও তার কাছে ডিউটি পাস ছিল না। এজন্য গেটে থাকা নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেয়। তখন সে আনসার সদস্যকে ছুরিকাঘাত করে ভেতরে প্রবেশ করে। এ ঘটনায় আরও তিন জন আহত হন।
/আরজে/টিএন/