রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়ার আহ্বান ইসলামী ঐক্যজোটের

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী ঐক্যজোট। রবিবার বিকালে বায়তুল মোকাররমের উত্তর গেটে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর ইসলামী ঐক্যজোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান দলের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী।

ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ মিছিলমাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, ‘মিয়ানমারের মুসলমানদের ওপর ভয়াবহ এই নির্যাতনের সময় বিশ্ব মোড়লরা এখনও কেন চুপ? রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। ছোট ছোট শিশুরাও তাদের নৃশংসতা থেকে রেহাই পাচ্ছে না। আর চুপ করে বসে থাকার সময় নেই।’

সমাবেশ থেকে জাতিসংঘকে মিয়ানমার সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানায় দলটি। পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টন হাউজ বিল্ডিংয়ের সামনে এসে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিমউদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, সাংগঠনিক সচিব মাওলানা সাখাওয়াত হোসাইন, সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আনছারুল হক ইমরান প্রমুখ।

/সিএ/এমও/