মিয়ানমার অভিমুখে লংমার্চে যোগ না দিলে দেশদ্রোহী!

বাংলাদেশ ওলামা লীগরোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে আগামী ২২ ডিসেম্বর মিয়ানমার অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী ওলামা লীগের একাংশ। এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ না করলে, তাদের দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন সংগঠনটির (একাংশ) কার্যকরী সভাপতি মাওলানা আব্দুস সাত্তার। রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে শুক্রবার (৯ ডিসেম্বর) বাদ জুমা রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি এ হুমকি দেন।
মাওলানা আব্দুস সাত্তার বলেন, ‘আগামী ২২ ডিসেম্বর ওলামা লীগের নেতৃত্বে মিয়ানমার অভিমুখে যাত্রা শুরু করব। এ যাত্রার জন্য আমরা ঢাকার সব মসজিদ ও মাদ্রাসায় চিঠি প্রেরণ করব। বিভিন্ন দরবারে পত্র দেবো। যেসকল দরবার ও মাদ্রাসার ব্যক্তিরা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ না করবেন, আমরা ওলামা লীগ তাদের দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করব। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে তাদের পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করব। এরপরও যদি সাড়া না দেন, তাদের অবাঞ্চিত ঘোষণা করা হবে ।’
মাওলানা আব্দুস সাত্তার বলেন,‘ যারা বর্ডার খুলে দিতে বলছে তাদের উদ্দেশে বলি, যদি বর্ডার খুলে দেওয়া হয় তাদের জঙ্গি ও সন্ত্রাসী বুদ্ধিস্টরা দেশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবে। তখন সেই দায়দায়িত্ব কার ওপর বর্তাবে? সাহসের সঙ্গে সরকার যে ভূমিকা পালন করছে,সেজন্য সরকারকে ধন্যবাদ জানাই।’

/সিএ / এপিএইচ/এএআর /

আরও পড়ুন: 
‘হ্যাকারদের সুবিধার জন্যই রিজার্ভ অরক্ষিত রাখেন কর্মকর্তারা’