বিএনপি সম্প্রদায়িক গোষ্ঠীর প্ল্যাটফর্ম: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদেরবিএনপিকে সাম্প্রদায়িক গোষ্ঠীর প্ল্যাটফর্ম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (৮ জানুয়ারি) বিকালে তেজগাঁও কলোনি মার্কেটে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খাঁন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান ও মহানগর উত্তরের নেতৃবৃন্দ।
কর্মী সমাবেশে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সাম্প্রদায়িক গোষ্ঠীর একটি প্ল্যাটফর্ম। তারা আন্দোলনে ব্যর্থ হতে পারে, কিন্তু সমর্থনে তারা কম নয়। সম্প্রতি নারায়ণগঞ্জে সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হয়েও তারা কম ভোট পায়নি। সুতরাং সব দিক খেয়াল রেখে পথ চলতে হবে। যে কাজই করেন না কেন, জনগণের চোখের ও মনের ভাষা বুঝে চলতে হবে। তা না হলে তারা নির্বাচনের মাধ্যমে উপযুক্ত জবাব দিয়ে দেবে।’ এর আগে জনগণ বিএনপিকে এমন জবাব দিয়েছে বলে উল্লেখ করেন সেতুমন্ত্রী।
প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার মতো আওয়ামী লীগের জনপ্রিয়তাকেও আকাশচুম্বী করে তুলতে কর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের আমলে দেশের উন্নয়নের চিত্র ও আগামী নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আর উন্নয়নের দরকার নেই। যেসব উদ্যোগ হাতে নেওয়া হয়েছে সেগুলো সফলভাবে শেষ করতে পারলেই বিপ্লব ঘটে যাবে। তাই এই উন্নয়নের পথে জনগণকে সঙ্গে নিয়ে আরেকটি ভোট বিপ্লব ঘটাব আগামী নির্বাচনে।’

/পিএইচসি/টিআর/