রাষ্ট্রপতির সিদ্ধান্ত গণতান্ত্রিক না হলে জনগণ মানবে না: ফখরুল




নির্বাচন কমিশন ও সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সিদ্ধান্ত গণতান্ত্রিক না হলে দেশের জনগণ তা মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবেন তা প্রত্যাশিত না হলে জনগণ মানবে না। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে রাজপথে আন্দোলনে নামবে দেশের জনগণ।’ বৃহস্পতিবার জিয়াউর রহমানের ৮১তম জন্মদিন উপলক্ষে জিয়ার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী জিয়ার মাজারে পুস্পস্তবক অর্পণ করে মোনাজাত করেন। 
রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে সংলাপ-আলোচনা করতে হবে, রাষ্ট্রপতির এমন আহ্বানকে ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেন, ‘দেশের রাজনৈতিক সমস্যার সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ-আলোচনা ছাড়া গণতন্ত্র কখনও ফলপ্রসু হবে না। আমরা অনেক আগেই সংলাপ-আলোচনার কথা বলে আসছি। রাষ্ট্রপতিও আমাদের কথাই বলেছেন।’
বিএনপি নেতা বলেন, ‘আমরা ইতিবাচক রাজনীতি করি। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার কথা খালেদা জিয়াই প্রথম প্রস্তাব করেন। রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন। এখন আমরা আশা করছি, রাষ্ট্রপতি নিরপেক্ষ সার্চ কমিটি এবং সকলের গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবেন।’
ফখরুল আশা প্রকাশ করেন, ‘আবারও নতুনভাবে জিয়াউর রহমানের দেখানো পথে দেশের মানুষকে সঙ্গে  নিয়ে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করে দেশের জনগণের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।’
খালেদা জিয়ার নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ অনুষ্ঠানে- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম  খান, উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাহ উদ্দিন বাবুসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সুরা ফাতিহা পাঠের মোনাজাত করা হয়। এর আগে বেলা পৌনে ১১টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা করেন বেগম জিয়া।
প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮১তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। 

দিবসটি উপলক্ষে বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বুধবার বিকেলে রাজধানীর কাজী বশির মিলনায়তনে কেন্দ্রীয় বিএনপির আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়েছে। 
দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসটিএস/এপিএইচ/

আরও পড়ুন: 

৭ খুন মামলার রায় অপরাধীদের জন্য কঠোর সতর্কবার্তা: ওবায়দুল কাদের