এমপি লিটন হত্যাকাণ্ড: সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

জামায়াতে ইসলামী

জাতীয় সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনার সময় মনজুরুল ইসলাম লিটন এমপিকে হত্যার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামায়াত-শিবিরকে দায়ী করায় এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। সোমবার (২৩ জানুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে গত রবিবার (২২ জানুয়ারি) প্রধানমন্ত্রীর দেওয়া ওই বক্তব্যকে অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করা হয়। ডা. শফিকুর রহমান বিবৃতিতে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যার ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কারও কোনও সম্পর্ক থাকার প্রশ্নই ওঠে না।’ জামায়াত-শিবিরের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই প্রধানমন্ত্রী সংসদে ওই অসত্য বক্তব্য দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
দলটির সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘এ ধরনের চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ডের তদন্ত চলাকালীন সময়ে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী অবস্থান থেকে প্রধানমন্ত্রীর এ বক্তব্য সুষ্ঠু তদন্তের পথে বিরাট হুমকি।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘ তার (প্রধানমন্ত্রী) এ বক্তব্যের পর সুষ্ঠু তদন্ত হওয়া আদৌ কী সম্ভব ‘
বিবৃতিতে আরও বলা হয়, ‘অতীতেও এ ধরনের বিভিন্ন ঘটনা ঘটার পর পর সরকার ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের লোকেরা জামায়াত এবং শিবিরকে দায়ী করে বিভ্রান্তিমূলক বক্তব্য অনেকবারই দিয়েছেন। কিন্তু একটি ঘটনাও সত্য বলে প্রমাণিত হয়নি।’  
ডা. শফিকুর রহমান বলেন, ‘এ ধরনের বক্তব্য দেওয়ার ফলে প্রকৃত খুনিরা বেশির ভাগ ক্ষেত্রেই আড়ালে থেকে যায়। তাই সন্ত্রাস ও হত্যার রাজনীতি বন্ধ করতে হলে এ ধরনের অন্যায্য, অনাকাঙ্ক্ষিত এবং বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। অন্যথায় খুনিরাই উৎসাহিত হবে এবং বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত থেকে যাবে।’

/টিএন/