নতুন ইসির ওপর আস্থা আছে আ.লীগের

 

আওয়ামী লীগসাবেক সচিব কে এম নুরুল হুদার নেতৃত্বে নব গঠিত নির্বাচন কমিশনের (ইসি) ওপর আওয়ামী লীগের আস্থা রয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় নেতারা। সোমবার রাতে নব গঠিত কমিশন সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির নেতারা এই আস্থার কথা জানান।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘রাষ্ট্রপতি যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদের আমরা অভিনন্দন জানাই। তারা সবাই দক্ষ এবং গ্রহণযোগ্য ব্যক্তি। অতীতের মতো আগামী নির্বাচনেও তারা তাদের দক্ষতার পরিচয় দেবেন।

যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘আমরা আগেই বলেছিলাম, রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন তার প্রতি আমরা সন্মান জানাব। রাষ্ট্রপতি যাদের নিয়োগ দিয়েছেন, তারা কর্মজীবনে দক্ষতার পরিচয় দিয়েছেন। আশা করি, আগামীতেও তারা দক্ষতার পরিচয় দেবেন।’

সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘রাষ্ট্রপতির প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা রাষ্ট্রপতির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।

 আরও পড়ুন: কে এম নুরুল হুদা সিইসি

/পিএইচসি/ এমএনএইচ/