বাংলাদেশকে অপমানের জবাব বিশ্বব্যাংককে দিতে হবে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদেরসন্দেহের বশবর্তী হয়ে হয়ে বিশ্বব্যাংক কেন বাংলাদেশকে অপমান করেছিল, তার জবাব চাইলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিশ্বব্যাংক জবাব না দিলে আগামী দিনে বাংলাদেশের কোনও প্রকল্পে বিশ্বব্যাংকের (ফান্ড) অনুদান আসবে কিনা, সেটাও ভেবে দেখতে হবে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ আয়োজিত ‘'ট্যানারি শিল্প স্থানান্তর- পরিবেশ সংরক্ষণ ও জাতীয় উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে ওবায়দুল কাদের বলেন, ‘অনাগত শিশুদের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। কিন্তু আমাদের চারপাশে বায়ু দূষণ, পানি দূষণ। দূষণে দূষণে আমরা সর্বস্বান্ত। বাংলাদেশ এখন বিশ্বের দেশগুলোর মধ্যে ‘আন লিভেবল’ রাষ্ট্রে পরিণত হয়েছে, ‘আন লিভেবল’ শহরে পরিণত হয়েছে ঢাকা সিটি। কিন্তু বর্তমান থেকে আমাদের ভবিষ্যৎকে রক্ষা করতে হবে। সাহস নিয়ে এগিয়ে যেতে হবে।’
শহরে ট্যানারি শিল্পের দূষণ প্রসঙ্গে ওয়াদুল কাদের বলেন, ‘আদালত রায় দিয়েছে। মন্ত্রণালয় সে অনুযায়ী কাজ করছে। আমরা আশা করছি, জনস্বার্থে অচিরেই ট্যানারি শিল্পের স্থানান্তর হবে। মালিকরা সরকারের আদেশ মেনে তাদের জায়গা বদল করে নেবেন।’
পদ্মা সেতু প্রসঙ্গে সেমিনারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কেবল সন্দেহের বশে তারা বাংলাদেশকে অপমান করেছিল। তারা কেন এমনটি করেছিল তার জবাব বাংলাদেশের কাছে দিতে হবে। এই জবাব না দিলে ভবিষ্যতে বাংলাদেশের প্রকল্পে বিশ্বব্যাংকের অনুদান আসবে কিনা, সেটাও আমরা ভেবে দেখব।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। প্রবন্ধের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নাসরিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী হাবিবুর রহমান, অধ্যাপক এমরান কবির চৌধুরী। সেমিনারে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

আরও পড়ুন-

খালেদা জিয়াকে জেলে পাঠালে দেশে নির্বাচন হবে না: মির্জা ফখরুল

পদ্মা সেতু নিয়ে চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই: নিলু

/ইএইচএস/টিআর/