নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও নেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না। তেমনি দেশের সংবিধান ও নির্বাচনও কারও জন্য অপেক্ষা করবে না। যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।'

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানী ঢাকার এয়ারপোর্ট রোডে হোটেল রেডিসনের সামনে সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে জেলে পাঠানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নীতি নির্ধারক বলেন, ‘খালেদাকে জেলে পাঠানোর ইচ্ছা সরকারের নেই। আদালতে দোষী সাব্যস্ত হলে সে কারাগারে যাবে কি যাবে না, মাফ পাবে কি না, সেটা আদালত নির্ধারণ করবে।'

কাদের বলেন, ‘তামিলনাডুর মুখ্যমন্ত্রীর খুব কাছাকাছি গিয়েও শশিকলাকে জেলে যেতে হয়েছে। তারজন্য ভারত সরকার কিংবা নির্বাচন বসে থাকবে না। তেমনি খালেদা জিয়ার জন্যও নির্বাচন বসে থাকবে না।’

এ সময় রাজধানীর বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত সৌন্দর্য বর্ধন, ডিজিটালাইজেশন ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের উদ্যোক্তা সংস্থা ভিয়েনাল ওয়ার্ল্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/পিএইচসি/এফএস/
আরও পড়ুন- 


‘সংসদ নির্বাচনে ই-ভোটিং প্রবর্তন বিবেচনায় রয়েছে’