সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের মূর্তি সরাতে বুধবার ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ

ইসলামী ঐক্যজোটসুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবিতে মাঠে নামছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোট। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল করবে দলটি। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে দলের লালবাগ কার্যালয়ে মজলিসে শুরার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ইসলামী ঐক্যজোটের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনসারুল হক ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মসজিদের নগরী ঢাকায় সর্বোচ্চ আদালতের সামনে মূর্তি স্থাপন ইসলামী সভ্যতা-সংস্কৃতি ও মুসলমানদের ঈমান-আকিদার পরিপন্থী। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের চেতনা ও সংস্কৃতিবিরোধী কোনও কাজ সুফল বয়ে আনবে না।’
ইমরান আরও বলেন, ‘দলের মজলিসে শুরার বৈঠকে বুধবার বিকাল ৪টায় বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত হয়েছে। এরপরও সরকার দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
দলের মজলিসে শুরার বৈঠকে সভাপতিত্বে করেন ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। সভায় জোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ ছাড়াও ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সচিবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-

সুপ্রিম কোর্ট থেকে মূর্তি সরাতে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি সরানোর দাবি হেফাজতের

/সিএ/টিআর/