কুসিক নির্বাচনে প্রচারণার দায়িত্বে আ.লীগের ২৭ কেন্দ্রীয় নেতা





কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচননারায়ণগঞ্জ সিটি করপোশন নির্বাচনের মতো কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকেও গুরুত্বপূর্ণ মনে করছে আওয়ামী লীগ। এই নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নারী প্রার্থীকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই লক্ষ্যে কেন্দ্র থেকে নানা কৌশল গ্রহণ করেছে দলটি। এরই অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর নেতৃত্বে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে একটি অনির্ধারিত কৌশল নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়। দলের চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এনামুল হক শামীম জানান, ‘কুমিল্লা সিটির ২৭ ওয়ার্ডে নির্বাচনি দায়িত্ব পালনের জন্য ২৭ জন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
দায়িত্বপ্রাপ্ত ২৭ জনের কাজের সমন্বয় করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ও চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।
২৭ জন কেন্দ্রীয় নেতার মধ্যে উল্লেখযোগ্য হলেন, প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, উপ-প্রচার আমিনুল ইসলাম, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, আওয়ামী লীগের যেসব কেন্দ্রীয় নেতা সংসদ সদস্য নন, তাদের মধ্য থেকে ২৭ জনকে কুমিল্লা সিটি নির্বাচনের প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে।
/পিএইচসি/এমএনএইচ/