প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত লক্ষ্মীপুর

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত লক্ষ্মীপুর। তার সফরকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে শহর। এরই মধ্যে ছোট ছোট মিছিল নিয়ে জেলা স্টেডিয়ামে আয়োজিত জনসভাস্থলে উপস্থিত হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। ফলে মিছিলের নগরীতের পরিণত হয়েছে পুরো শহর।

এদিকে প্রধানমন্ত্রী সফর উপলক্ষে জেলার রাস্তায় রাস্তায় তোরণ, ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে। পাড়া মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করেছে এবং মিছিলে সবার মাঝে স্বতঃস্ফূর্ত ভাব আছে। তবে আশপাশের জেলা, থানা থেকে প্রায় দুই শতাধিক গাড়ি নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে আসছেন। ফলে শহরে অন্য যানবহন চলাচল করতে পারছে না। যতদূর চোখ যায় শুধু জনসভার বাস দেখা যায়।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লক্ষ্মীপুর জেলার দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের প্রত্যাশা বাড়ছে।

জানা গেছে, দুপুর দেড়টায় হেলিকপ্টারে করে লক্ষ্মীপুরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সার্কিট হাউজে জোহরের নামাজ শেষ করে ও দুপুরের খাবার খেয়ে জনসভাস্থলে যাবেন।

আরও জানা গেছে, লক্ষ্মীপুর সফলে প্রধানমন্ত্রী রামগতি ও কমলনগর মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প, চিফ জুডিশিয়ার ম্যাসিস্ট্রেট আদালত ভবন, যুব প্রশিক্ষণ কেন্দ্র, উপজেলা পরিষদ ভবন (সদ), গসউপজেলা পরিষদ ভবন (কমলনগর), উপজেলা পরিষদ অডিটোরিয়াম (কমলনগর), লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ ভবন, মোহাম্মদীয় বাজার পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ, উপজেলা প্রাণি সম্পদ দফতর ও প্রাণি হাসপাতাল (কমলনগর) উদ্বোধন করবেন।

এছাড়াও আড়ইশ শয্য বিশিষ্ট হাসপাতাল, বাংলাদেশ কোস্ট গার্ড, আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন, পুলিশ অফিসার্স মেস, লক্ষ্মীপুর সদর খাদ্য গুদাম, ১৩২/১৩৩ কেবি গ্রিড উপকেন্দ্র নির্মাণ, লক্ষ্মীপুর জেলা ও আশপাশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রায় ২০ বছর পর প্রধানমন্ত্রী লক্ষীপুরে আসছেন। এ জন্য এলাকাবাসী আনন্দিত। তার সফর উপলক্ষে লক্ষ্মীপুর উৎসবের শহরে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে এলাকাবাসীর মাঝে প্রত্যাশাও বেড়েছে।’

জেলা যুবলীগের আহ্বায়ক সালাহউদ্দিন টিপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লক্ষ্মীপুর জেলায় বর্তমান সরকারের অধীনে যেসব উন্নয়ন হয়েছে তাকে এলাকাবাসী কৃতজ্ঞ। এ জন্য সবাই স্বতঃস্ফূর্তভাবে এলাকাবাসী তার জনসভায় অংশ নিচ্ছেন।’

লক্ষীপুরের রায়পুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলাসহ আশপাশের জেলাগুলোতে মানুষের মাঝে ঈদের আনন্দ বিরাজ করছে। এ অঞ্চলের মানুষ আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকলে যেসব উন্নয়ন পেয়েছে তাতে কৃতজ্ঞ।’

/পিএইচসি/এসএনএইচ/