‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কুসিকে সেনা মোতায়েন করতে হবে’

শামসুজ্জামান দুদু (ফাইল ছবি)কুমিল্লা সিটি কর্পোরেসন (কুসিক) নির্বাচনে সেনা মোতায়নের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘ছাত্রলীগের ক্যাডার, জনতার মঞ্চের নেতা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদার অধীনে আগামী ৩০ মার্চ কুসিক নির্বাচন সুষ্ঠু হতে পারে— এই কথা দেশের কোনও পাগলও বিশ্বাস করে না। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে শিগগিরই কুসিকে সেনাবাহিনী মোতায়ন করতে হবে।’
সোমবার (২০ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত গণতান্ত্রিক জোট আয়োজিত কুসিক নির্বাচনে সেনা মোতায়ন ও নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে মানববন্ধনে দুদু এসব কথা বলেন।
কুসিক নির্বাচনে বিএনপির কর্মী-সমর্থকদের সরকারি কর্মকর্তারা ও প্রশাসন বাধা দিচ্ছে দাবি করে শামসুজ্জামান দুদু মানববন্ধনে বলেন, ‘৩০ তারিখের নির্বাচনে কুমিল্লাবাসী ভোটাধিকার প্রয়োগ করতে চান। কিন্তু সেই পরিবেশ এখন পর্যন্ত কুমিল্লাতে নেই। বিএনপির প্রার্থী সাক্কুর কর্মী-সমর্থকদের প্রচারণার সময় কোনও ধরনের অভিযোগ ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করছে, তাদের হয়রানি করছে। তাদের যত রকমভাবে বাধা দেওয়া যায়, তার সবই করা হচ্ছে। এই পরিস্থিতিতে একটি স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘দেশের চলমান সংকটের সমাধান আপনি (প্রধানমন্ত্রী) চান কিনা, সেটা আপনাকেই নির্ধারণ করতে হবে। সমাধান চাইলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। সময় চলে গেলে আর আলোচনার পরিবেশ থাকবে না। তখন দেশে ১৯৬৯ সালের মতো গণঅভ্যুত্থান হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশার সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সাংস্কৃতিক দলের সভাপতি হুঁমায়ুন কবির বেপারী প্রমুখ।

আরও পড়ুন-

‘সংরক্ষিত এলাকা’ বলেই এখনও শেষ হয়নি তনু হত্যার তদন্ত

নগর ও অঞ্চল পরিকল্পনা আইনের খসড়ায় অনুমোদন

/আরএআর/টিআর/